সম্পাদকীয়: বিংশ শতাব্দীর প্রান্তে এসে বাংলাদেশী হিসেবে আমরা কতটা সভ্য হতে পেরেছি? একটা সময় ছিল আমাদের দেশের মানুষের আদব- কায়দা, ভালোবাসা দেখে অন্যরা শিক্ষা গ্রহণ করতো। কিন্তু আজ, আমরা কোন কিছু তো শিখতেই পারছি না বরং যা আমরা করছি অনেক ক্ষেত্রে তা আদিমতাকেও হার মানায়।
আমরা বলি আমরা নাকি শিক্ষিত জাতি। কতটা শিক্ষা পেলে শিক্ষিত জাতি হয় তার কোন মানদন্ড আছে কিনা আমরা জানি না। মানুষ হওয়ার জন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রকৃত লব্ধ জ্ঞান অবশ্যই প্রয়োজন। যাদের মাঝে ন্যূনতম সভ্যতা, ভদ্রতা, অপরকে সম্মান করার জ্ঞান নেই তাকে কি ভাবে মানুষ হিসেবে মানুষ বলা যায়?
যে কারণে এতগুলো কথার অবতারণা তার মূল বিষয় হলো জাতিসংঘের সামনে বাংলাদেশীদের বর্বরোচিত আচরণ। দেশের মধ্যে আমরা অনেক কিছুই করে থাকি যা হয়তোবা অনেকেই জানেনা। কিন্তু অন্য একটি দেশ অন্য একটি সভ্যতা যেখানে পৃথিবীর ১৯৩ টি দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা জাতিসংঘের এই অনুষ্ঠানে যোগদান করেছেন। সেখানে আমাদের এই আচরণ বিশ্ববাসীর কাছে, আমাদের দেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে দাঁড় করাবে,একবার কি ভেবেছি কেউ?
