সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

দায় কার ?

সম্পাদকের কলাম:তথ্য প্রযুক্তির যুগ এখন। পুরো পৃথিবীতে প্রযুক্তি ছাড়া কোনভাবেই চলা সম্ভব না। কিন্তু কথায় আছে, যে পৃথিবীর সব কিছরি দুটো দিক আছে । একটি ভালো দিক ও অন্যটি মন্দ দিক। আমরা আসলে কোন দিকটির পেছনে যাব। ভালো করে দেখলে, দেখা যাবে ভালোর চেয়ে মন্দর পেছনে আমাদের ছোটাছুটি বেশি।

আজকের এই কথাগুলো যে প্রসঙ্গে বলা সেটা হল বট কালচার আমাদের ফেসবুক জুড়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন দেখতে পাই বটতন্ত্র বিরাজ করছে। কিন্তু কেন পৃথিবীতে এত ভালো কিছু থাকতে আমরা এটাকে বেছে নিলাম? সোশ্যাল মিডিয়া একটা জনপ্রিয় মিডিয়া, আমরা এই প্রান্ত থেকে পৃথিবীর ও প্রান্তে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করি।

কাউকে খুঁজে বেড়াই। এই জায়গায় আজকে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আজেবাজে কথা এই তথাকথিত বটের মাধ্যমে ছড়াচ্ছে। আমরা কি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম। জুলাই আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম দেশটাকে আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে সৌহাদ্যপূর্ণ পরিবেশে আমরা একে অপরের সাথে মতবিনিময় করব, নির্বাচন করব, কিন্তু কাউকে আঘাত বা প্রতিঘাত না করে। আমরা দেখতে পেলাম এই বট নামক জঘন্যতম অপপ্রচার মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে।

আজ আপনি যতই ভালো কথা বলুন না কেন এই বট সংস্কৃতি, মানুষের পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবনকে বিভীষিকাময় করে তুলছে। আমাদের সরকারের কি এই পর্যায়ে কিছুই করার নেই?

আমাদের যে সাইবার সিকিউরিটি কিংবা বিটিআরসি এদের কি কিছুই করার নেই? তাহলে বিটিআরসিটির প্রয়োজন কেন? আমরা সামাজিক মাধ্যম গুলোকে অন্যদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করি । তাহলে সেরকম হাতিয়ার বন্ধ করে দেওয়া কি সমুচিত না? আজকে মানে আপনি যেই দিকে তাকান না কেন, দেখবেন আপনি একটা ভালো কথা বলছেন, কিন্তু দেখবেন কেউ না কেউ এটাকে নিয়ে স্যোশাল মাধ্যমে আপনার বিরুদ্ধে এমন কিছু ছড়িয়ে দিবে যে আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। কিন্তু আমাদের স্বপ্ন কি ছিল? একটা মাফিয়া সরকারের পতন ঘটালাম যে আমরা নতুন একটা দেশ গঢ়বো, যে দেশে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আমরা একে অপরকে দেখব যেখানে কোন বৈষম্য থাকবে না,যেখানে কোন হানাহানি থাকবে না, যেখানে কারো প্রতি কোন আঘাত থাকবে না, কিন্তু দিনশেষে আমরা কি দেখতে পাচ্ছি? এখন থেকেই যদি আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করি তাহলে কখনোই পরিবর্তন আসবে না।

পরিবর্তন হয় নিজের মধ্যে থেকে। নিজেকে যদি নিজে পরিবর্তন করতে না পারেন। তাহলে আপনি সমাজের কোন কিছুই পরিবর্তন করতে পারবেন না।আপনার ছবিটা আয়নায় দেখুন এবং ভাবুন আপনি যা করছেন সেটা কি ঠিক করছেন কি না? যদি মনে হয় আপনি ঠিক করছেন না”তাহলে অবশ্যই সেখান থেকে আপনি নিজেকে ফিরিয়ে আনুন” এবং অপরকে ফিরে আসতে বলুন, কারণ দিনশেষে দেশটা আমাদের। যদি নিজেদেরকে নিয়ে নিজেরা এত সমালোচনায় লিপ্ত হই তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগটা নিবেই। দেশটাকে ভালোবেসে এই জগন্যতম বট কালচার থেকে আমরা সবাই বেরিয়ে আসি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য