অনলাইন ডেস্ক: অর্থনৈতিক জোট ব্রিকসের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে ফিলিস্তিন। তবে এখন পর্যন্ত জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আব্দেল-হাফিজ নোফাল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
সাক্ষাৎকারে নোফাল জানান, ফিলিস্তিনের পক্ষ থেকে ইতোমধ্যে ব্রিকস জোটে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের কিছু নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। আমি মনে করি, যতদিন না সেই পরিস্থিতির উন্নয়ন হয়, ততদিন আমরা অতিথি দেশ হিসেবেই ব্রিকসের কার্যক্রমে অংশ নেব।’ এখন পর্যন্ত আবেদনের কোনো উত্তর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
ফিলিস্তিনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আমরা ব্রিকস সহযোগিতায় আরও একই মতের অংশীদারদের যোগদানকে স্বাগত জানাই, যারা একসঙ্গে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী।’
তিনি আরও যোগ করেন, ‘ব্রিকস হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং এটি বহুমেরু বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের গণতান্ত্রিকীকরণের একটি শক্তিশালী চালিকা শক্তি।
উল্লেখ্য, ২০০৬ সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল মিলে ব্রিকস জোট গঠন করে এবং ২০১১ সালে এতে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়। ২০২৪ সালে মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ইরান এই ব্লকে যোগ দেয়। আগামী ২০২৫ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়াও এই জোটে যুক্ত হবে। বর্তমানে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম ব্রিকসের অংশীদার দেশ হিসেবে রয়েছে।
