রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Homeমতামতসম্পাদকীয়বিবেক জাগ্রত করুন

বিবেক জাগ্রত করুন

সম্পাদকীয়. আমরা কবে শিখব কবে জানবো কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ? একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে আমরা এখনো বুঝতে শিখিনি নিজের ভালো মন্দ। প্রকৃতি এবং বাস্তবতা আমাদেরকে এত কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তা থেকে আমরা কিছুই নিতে পারি না।

বেশি দূরে যাওয়ার দরকার নেই আজ যদি আমরা রাকশু কিংবা চাকসু ইলেকশনের দিকে তাকাই তাহলেই তো আমাদের চোখ খুলে যাওয়ার কথা। আমরা চাইলেই একত্রে অনেক কিছু করতে পারি তা আজ দেখিয়ে

দিচ্ছে আমাদের স্বনামধন্য দুটি ইউনিভার্সিটি। নির্বাচন কতটা আবেগের জায়গা তা এ দুটো ইউনিভার্সিটিতে গেলেই বোঝা যায়।

আমাদের জাতীয় ইলেকশন কতটা আবেগময় কতটা প্রয়োজনীয় আমরা যদি এখনো চিন্তা না করি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য বড়ই খারাপ বার্তা বয়ে আনবে।

যারা নির্বাচন নিয়ে এখনো বিভিন্ন তালবাহানা করে নির্বাচন পেছনোর চিন্তাভাবনা করছেন তাদের কাছে সবিনয় অনুরোধ আপনারা সঠিক জায়গায় আসেন দেশটাকে নিয়ে ভাবেন। দিন শেষে দেশটা আমাদের, আমাদের এখানেই বসবাস করতে হবে। এমন কোন কাজ করা ঠিক হবে না যার ফলে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য