শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeবাণিজ্যমাত্র ৩০ মিনিটে পুঁজিবাজারে ৪৭ কোটির বেশি লেনদেন

মাত্র ৩০ মিনিটে পুঁজিবাজারে ৪৭ কোটির বেশি লেনদেন

অনলাইন ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর-অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০০২ ও ১৯০৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৩৬টির এবং অপরির্বতিত রয়েছে ৬৩টি কম্পানির শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো-লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইনস্যুরেন্স, পূবালী ব্যাংক, ডোমিনেজ স্টিল, আনোয়ার গ্যালভানাইজিং, ফাইন ফুডস, সিটি ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, সিমটেক ইন্ডাস্ট্রি ও মালেক স্পিনিং।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর- অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭১ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১৩টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কম্পানির শেয়ারের দর।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য