শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeসারাদেশশীতার্তদের উষ্ণতা দিতে মাঠে বসুন্ধরা শুভসংঘ

শীতার্তদের উষ্ণতা দিতে মাঠে বসুন্ধরা শুভসংঘ

জয়পুরহাট,ক্ষেতলাল: কনকনে শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট যখন চরমে, তখন তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখা। শীতের তীব্রতা থেকে সুবিধাবঞ্চিত মানুষদের সুরক্ষা দিতে সংগঠনটির উদ্যোগে সম্প্রতি ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই কর্মসূচির আওতায় অসহায় মানুষদের মাঝে কম্বলের পাশাপাশি কানটুপি, গলা বন্ধনী, হাত মোজা ও পা মোজা বিতরণ করা হয়। প্রকৃত সুবিধাবঞ্চিতরা যেন সহায়তা থেকে বঞ্চিত না হন-সে লক্ষ্যেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত এলাকায় গিয়ে সরাসরি শীতবস্ত্র পৌঁছে দেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম. রাসেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার এবং সংগঠনের সদস্য রওশনারা রিফাহ ও ফাহমিদা রোশনি।

এ সময় সভাপতি এম. রাসেল আহমেদ বলেন, “শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ শুধু শীতবস্ত্র বিতরণ নয়, এটি মানবিকতা ও সহমর্মিতার প্রকাশ।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের। সামান্য সহায়তাও একজন মানুষের জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে।”

শীত মৌসুমে নিম্নআয়ের ও অবহেলিত মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ে। বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার এই উদ্যোগ শীতজনিত দুর্ভোগ লাঘবে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখা দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। এবারের আয়োজন সংগঠনটির সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য