সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কানাডীয় সাত সদস্যের প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কানাডীয় সাত সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেক্স. বাংলাদেশ সফরে থাকা কানাডার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কানাডিয়ান সিনেটর সালমা আতাউল্লাহজান।

সাক্ষাতে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে জানান, বাংলাদেশ বর্তমানে এক ঐতিহাসিক রূপান্তরের পথে, তরুণদের নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখন দেশ নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত, যা জাতির জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হবে।

রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, আট বছর পার হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, রোহিঙ্গা ইস্যু বিশ্বজনীন মানবিক উদ্বেগের বিষয়। কানাডা এ বিষয়ে তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে। প্রতিনিধিদলে ছিলেন সালমা জাহিদ, সামির জুবেরি, মাহমুদা খান, মাসুম মাহবুব, আহমদ আতিয়া ও উসামা খান।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য