সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলাসেঞ্চুরির দোরগোড়ায় থেমে হতাশ সাদমান

সেঞ্চুরির দোরগোড়ায় থেমে হতাশ সাদমান

অনলাইন ডেক্স. ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তার মতো আজ তিন অঙ্ক স্পর্শ করার কথা ছিল সাদমান ইসলামেরও। তবে মন্দ কপাল সাদমানের। ২০ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি।

ব্যক্তিগত ৮০ রানে আউট হয়েছেন সাদমান। খুব কাছাকাছি এসেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি না পাওয়ায় হতাশাই ঝরল তার কণ্ঠে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেই আক্ষেপের কথা শোনালেন ৩০ বছর বয়সী ব্যাটার। তিনি বলেছেন, ‘অবশ্যই।

সেঞ্চুরি করতে না পারলে আফসোস হবেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কপালে যতটুকু রাখছেন তাই করেছি। সামনে তিন অঙ্ক স্পর্শ করার সুযোগ পেলে সেটা কাজে লাগাবেন বলে জানান সাদমান। বাংলাদেশি ওপেনার বলেছেন, ‘সামনে যদি এমন পরিস্থিতির মুখোমুখি পড়ি চেষ্টা করব ইনিংস বড় করার।

ব্যাটিংয়ের উন্নতির জন্য কয়েক মাস আগে সিডনিতে গিয়ে চন্দিকা হাতুরুসিংহের একাডেমিতে সাবেক কোচের সঙ্গে অনুশীলন করেন সাদমান। সেটা কাজে দিয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে বাংলাদেশের ব্যাটার বলেছেন, ‘সিডনির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সেখানে যাওয়া। তার (হাতুরু) সঙ্গে সেখানে টেকনিক্যালি কোনো কাজ করা হয়নি। তার কাছে শুধু জানতে চেয়েছি কিভাবে ব্যাটিং করা যায়, বড় রান করা যায় এবং খেলাটাকে বদলে দেওয়া যায়। এর বাইরে কিছু করা হয়নি।

মাহমুদুলের সঙ্গে আজ উদ্বোধনী জুটিতে ১৬৮ রান এনে দিয়েছেন সাদমান। কোনো পরিকল্পনা করে ব্যাটিং করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘দ্রুত রান তোলার কোনো পরিকল্পনা ছিল না। বলের মেরিট অনুযায়ী মারার বল আমরা মেরেছি। আর ছাড়ার বল ছেড়ে দিয়েছি। এভাবেই আমরা ব্যাটিং করেছি। কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না।’

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য