সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিআ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এনসিপির কর্মসূচি ঘোষণা

আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এনসিপির কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেক্স. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করবে দলটি।

আজ বুধবার বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে সবাইকে আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে।

ফেসবুক বার্তায় এনসিপি জানিয়েছে, আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর এই প্রতিবাদী মিছিলের আয়োজন করবে। প্রতিবাদী মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ থেকে শুরু করে সব ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

এটাকে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।

তবে সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ককটেল বিষ্ফোরণের মতো ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। এ ছাড়া রাজধানীর বাইরেও অগ্নিকাণ্ড ও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য