সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বকুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু

কুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু

আন্তজাতিক. ভারতে নতুন একটি চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে আন্তত ১০টি হরিণ প্রাণ হারিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার সদ্য উদ্বোধন করা ত্রিশূরের পুথুর চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১০টি হরিণ মারা গেছে।

মাত্র দুই সপ্তাহ আগেই চিড়িয়াখানাটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর ১৫ দিন না পেরোতেই এই ঘটনা ঘটায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টমর্টেম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। চিড়িয়াখানার পরিচালক নাগারাজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল চিড়িয়াখানায় পৌঁছেছে। গোটা এলাকা পরিদর্শনের পাশাপাশি বিস্তারিত তদন্তও শুরু করেছে তারা।

৩৩৬ একর জমিতে গড়ে ওঠা ত্রিশূর চিড়িয়াখানাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের প্রথম ‘ডিজাইনার জু’ হিসেবে পরিচিত। গত ২৮ অক্টোবর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। সম্প্রতি পুথুর চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন চালু করেছে। তবে এখন পর্যন্ত শুধু স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য