নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৭ হাজার ১৫০ কোটি ৯০ লাখ টাকা, যা সম্পূর্ণ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জ ও সাতক্ষীরার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর অঞ্চলে ক্ষুদ্র সেচ ব্যবস্থার উন্নয়ন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন। এছাড়া ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অফিসারদের জন্য বাসস্থান নির্মাণ ও নড়াইলের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পও অনুমোদন পায়।
সভায় আরও জানানো হয়, আইন মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ইতোমধ্যে অনুমোদনপ্রাপ্ত নয়টি প্রকল্পের বিষয়েও একনেক সদস্যদের অবহিত করেন। এসবের মধ্যে রয়েছে শিক্ষা, বন, কৃষি গবেষণা, অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প। বৈঠকে উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্য ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
