জয়পুরহাট প্রতিবেদক. জয়পুরহাট জেলা কালেক্টরেট চত্বরে একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় দুই হাজার কাব, স্কাউট ও কর্মকর্তা অংশ নিয়েছেন। উদ্বোধনের আগে সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ র্যালি আয়োজিত হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্প এলাকায় শেষ হয়। র্যালিতে স্কাউটদের বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড এবং স্লোগান ছিল।
ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেছেন, কাব স্কাউটরা তাদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে দেশের সম্পদ প্রমাণ করবে এবং দায়িত্ববোধ থাকলে দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি উপস্থিত কাব স্কাউটদের বলেন, তারা দেশের ভবিষ্যৎ এবং আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব। উদ্বোধনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং জেলার ৪১ জন প্রবীণ স্কাউটারসহ ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ক্যাম্প পাঁচ দিনব্যাপী চলবে এবং এতে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
