সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিবিএনপির শতাধিক কর্মী জামায়াতে যোগদান

বিএনপির শতাধিক কর্মী জামায়াতে যোগদান

ইউসুফ আলী প্রধান,ঢাকা: ৮ নভেম্বর জয়পুরহাট জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামি-র সঙ্গে যুক্ত হয়েছেন।

চলতি নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক কার্যক্রম তীব্র হওয়ায় এই সিদ্ধান্ত এলাকায় বিশেষ সাড়া ফেলেছে।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক পরিস্থিতি, নির্দেশনা ও সংগ্রামের পরিবর্তনের কারণে কর্মীরা নতুন প্ল্যাটফর্ম খুঁজছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক সাবেক বিএনপি কর্মী জানান,আমরা অতীতে বিভিন্ন দলের প্রার্থীকে সমর্থন দিয়েছি। এবার জয়পুরহাট-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়ন না পাওয়ায় আমরা জামায়াতের পতাকাতলে একত্রিত হয়েছি।

জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ জানান, বিএনপির কর্মী সমর্থকরা জামায়াত কে ভালোবেসে যোগদান করছেন আমি এতে আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে তাদেন সাথে নিয়ে জয়পুরহাট-০২ আসনসহ কোরআনের নির্দেশনায় সুবিচারের বাংলাদেশ গড়তে চাই।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য