সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস

চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস

নিজস্ব প্রতিবেদক. রাজধানীর টিটিপাড়ায় চালু হয়েছে ছয় লেনের আধুনিক রেলওয়ে আন্ডারপাস। শনিবার (৮ নভেম্বর) সকালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ সহকারী শেখ মইন উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আন্ডারপাসটিতে চারটি লেন রাখা হয়েছে যান্ত্রিক যানবাহনের জন্য, আর দুটি লেন দিয়ে চলাচল করবে রিকশা, সাইকেল ও পথচারীরা। পাঁচ মিটার পর্যন্ত উচ্চতার যানবাহনও সহজেই চলাচল করতে পারবে নিচ দিয়ে, আর ট্রেন চলবে উপর দিয়ে।

দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ে ট্রেন আসলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকত যানবাহন। মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতেও কখনও সময় লাগত এক ঘণ্টা। এখন সেই ভোগান্তির অবসান ঘটেছে।

মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার মানুষ বলছেন—এই আন্ডারপাস চালুর ফলে এলাকার যোগাযোগব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। ট্রেনের সিগনালে আর থেমে থাকতে হচ্ছে না, যাতায়াত হচ্ছে নির্বিঘ্নে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য