আর নিউজ ডেক্স. দেশগঠনে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেনাবাহিনী উন্নয়নের প্রতিটি কাজে নিজেদের সম্পৃক্ত রাখবে।”
রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স-এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্স-এর নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সেনাপ্রধান বলেন, কোর অব ইঞ্জিনিয়ার্স দেশের ভেতরে ও বাইরে অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেতু, সড়ক, স্থাপনা নির্মাণে তাদের দক্ষতা জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে।
বক্তৃতায় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোরের বীর সেনানীদের স্মরণ করেন এবং কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, বিআইআইএসএস-এর মহাপরিচালকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
