সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদনএবার সালমান খানের ছিনেমা পাকিস্তানে নিষিদ্ধ

এবার সালমান খানের ছিনেমা পাকিস্তানে নিষিদ্ধ

বিনোদন ডেক্স. বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে তিনি এমন কথা বললেন, যা পাকিস্তানে তোলপাড় সৃষ্টি করেছে। হঠাৎ বেলুচিস্তানকে ‘স্বতন্ত্র দেশ’ হিসেবে উল্লেখ করায় পাকিস্তানি কর্তৃপক্ষ ক্ষেপে গেছে। এমনকি দেশটির সন্ত্রাস দমন সংস্থা তাকে ‘সন্ত্রাসবাদী সমর্থক’ হিসেবে আখ্যায়িত করেছে।

সৌদি আরবের রিয়াদে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় সিনেমার প্রসার ও আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলতে গিয়ে সালমান বলেন, “হিন্দি সিনেমা সৌদি আরবে মুক্তি পেলে সফল হবে। কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করে—যেমন বেলুচিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা প্রবাসীরা।”

এই মন্তব্যে বেলুচিস্তানকে পৃথক দেশের মর্যাদা দেওয়া প্রসঙ্গে পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া দেখায়। পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা (সিটিসি) সালমানকে ‘সন্ত্রাসবাদী সমর্থক’ আখ্যায়িত করে এবং তার ছবি ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

অন্যদিকে বেলুচ নেতা ও স্বাধীনতা সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মীর ইয়ার বেলুচ বলেন, “সালমান খান সত্যিটা বলেছেন। তিনি আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

এই ঘটনার পর পাকিস্তান আরও ক্ষিপ্ত হয়ে তাদের অবস্থান শক্ত করেছে। তাদের দাবি, সালমানের মতো প্রভাবশালী ব্যক্তির মন্তব্য দেশবিরোধী প্রচারকে উসকে দিতে পারে।

এখন পর্যন্ত সালমান বা তার ঘনিষ্ঠ মহল থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ সূত্রে জানা গেছে, এই বিতর্ক নিয়ে এখনই কিছু বলার ইচ্ছে নেই তার।

পাকিস্তান-বেলুচিস্তান দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বিদ্যমান। পাকিস্তান বলছে, বেলুচিস্তান তাদের অবিচ্ছেদ্য অংশ; আর বেলুচ নেতারা আলাদা রাষ্ট্রের স্বীকৃতি চাইছেন।

সালমান খানের মন্তব্য যেন এই বিতর্ককে আরও জোরালো করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ও আন্তর্জাতিক সমর্থকেরা মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন—কেউ মনে করছেন, এটি অনিচ্ছাকৃত, আবার কেউ বলছেন, আন্তর্জাতিক মঞ্চে এমন মন্তব্য আশা করা যায়নি।

এখন দেখার বিষয়, পাকিস্তানের কড়া প্রতিক্রিয়ার মধ্যে সালমান কীভাবে অবস্থান নেবেন এবং এই বিতর্কের পরিণতি কী হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য