অনলাইন ডেক্স. বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মোন্থা’, যার অর্থ থাইল্যান্ডের ভাষায় ‘সুগন্ধি ফুল’। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
আজ সোমবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় মোন্থা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও শক্তি সঞ্চয় করছে। এটি আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের সমুদ্র এলাকা খুবই উত্তাল বলে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
