শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeআবহাওয়াশীত আরো বাড়ল, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

শীত আরো বাড়ল, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

অনলাইন ডেস্ক. রাজধানী ঢাকায় তাপমাত্রা আরো কমেছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কয়েকদিন ধরে রোদের দেখা নেই বললে চলে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ ছাড়া উত্তর–উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সেই সঙ্গে দিনের তাপমাত্রা: দিনের তাপমাত্রা সাধারণত বেড়ে যেতে পারে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য