সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeনারী-শিশুরুব্বাত মৌলিক গান গাইলেন কোরিয়ান ভাষায়

রুব্বাত মৌলিক গান গাইলেন কোরিয়ান ভাষায়

সাক্ষাৎকার. বাংলাদেশের ছোট্ট প্রতিভা রুব্বাত রওজা কোরিয়ান ভাষায় গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন। তার কণ্ঠে গাওয়া ‘ড্রিপ’ (Drip) শিরোনামের গানটি ইতিমধ্যেই ইউটিউবে ‘রুবেল’স টিউন বিডি’ (Rubel’s Tune BD) চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান রুবেল।

কোরিয়ান ভাষায় গান করার বিষয়ে রুব্বাত রওজা বলেন, “আমি ইউটিউবের মাধ্যমে কোরিয়ান ভাষা শিখেছি। K-Pop গান শুনতে এবং গাওয়া আমার খুবই ভালো লাগে। ধীরে ধীরে কোরিয়ান গান গাওয়া আয়ত্ত করেছি। আশা করি, আমার এই গান সবার ভালো লাগবে।”

নবম শ্রেণির এই শিক্ষার্থী শুধু কোরিয়ানই নয়, জাপানি, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রাশিয়ান, থাই, হিন্দি সহ মোট ১০টি ভাষায় পারদর্শী। তিনি এই ভাষাগুলোতে কথা বলতে ও গান গাইতেও সক্ষম।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য