সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলাপরিবর্তিত দলে হংকংয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা

পরিবর্তিত দলে হংকংয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা

ক্রীয়া ডেক্স. বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে দারুণ গোপনীয়তাই অবলম্বন করেছে। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষ যেন একাদশ আর কৌশল নিয়ে আঁচ পেয়ে না যায়। সেটা করতে গিয়ে প্রতিপক্ষ তো বটেই, গণমাধ্যমও টের পায়নি দল কেমন হবে।

রুদ্ধদ্বার অনুশীলন অনেক আগে থেকেই চলে আসছে বাংলাদেশের ফুটবলে। তবে অতীতে অনুশীলন শেষে মুখপাত্র দেওয়া হতো সাক্ষাতকারের জন্য। এবার সেটাও হয়নি অনেক দিনই। ম্যাচের আগেও যে কথা বললেন কোচ হাভিয়ের কাবরেরা, তাতে একাদশের আঁচ পাওয়া গেল সামান্যই।

তবে শেষ কিছু ম্যাচ আর দলের কম্বিনেশন মাথায় রাখলে একটা আঁচ পাওয়া যায় আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২-৩-১ ছকে একাদশ সাজিয়েছিলেন কোচ। আজও তার ব্যত্যয় ঘটবে বলে ইঙ্গিত মিলছে না।

রক্ষণে তপু বর্মনের খেলা নিয়ে শঙ্কা আছে। তাই তাকে ছাড়াই নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তারিক কাজীর সঙ্গে সেন্টারব্যাকে জুটি বাধবেন শাকিল আহাদ তপু। দুই ফুলব্যাক হিসেবে থাকবেন সাদ আর তাজউদ্দিন।

হামজা চৌধুরীর কাঁধে থাকবে মাঝমাঠ দখলে রাখার দায়িত্ব। তার সঙ্গে থাকবেন মোহাম্মদ হৃদয়। জামাল ভুঁইয়ার জায়গা আজও হতে পারে বেঞ্চেই। আক্রমণের ঠিক পেছনে থাকবেন শমিত সোম। তার ডান পাশে শেখ মোরসালিন, ওপাশে থাকবেন ফাহামেদুল ইসলাম। আর একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকবেন রাকিব হোসেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য