সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeস্বাস্থ্যডেঙ্গুতে মৃত্যুহার কমলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

ডেঙ্গুতে মৃত্যুহার কমলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক. চলতি বছর বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২০ জনের, জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিল প্রায় ১,৭৫০ জন, ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫২০ জনের। চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ হাজার ১০৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, এবার আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুহার কম। তিনি বলেন, হাসপাতালে রোগীদের প্রথম দিনেই অনেক রোগীর অবস্থা গুরুতর থাকে। এজন্য দ্রুত চিকিৎসা পাওয়া জরুরি।

তিনি আরও বলেন, জনগণের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মশা উৎপন্ন স্থল ধ্বংস, লার্ভা নির্মূল এবং মশারি ব্যবহার ডেঙ্গু প্রতিরোধের মূল বিষয়। প্রাথমিকভাবে বাড়িতেই ডেঙ্গুর চিকিৎসা সম্ভব, তবে সিভিআর বা গুরুতর অবস্থায় হাসপাতালে যাওয়া আবশ্যক।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য