সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবাণিজ্য আবারো এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা

 আবারো এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৯ টাকা কমিয়ে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও হ্রাস করে লিটার প্রতি ৫৬.৭৭ টাকা করা হয়েছে, যা আগের দর ৫৮.১৫ টাকার তুলনায় কম।

নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার ও সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।

তুলনামূলকভাবে বলা যায়, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১২৭০ টাকা এবং অটোগ্যাস লিটার প্রতি ৫৮.১৫ টাকা। আর গত জুনে এলপি গ্যাসের দাম ছিল ১৪০৩ টাকা, অটোগ্যাসের দাম ৬৪.৩০ টাকা।

পশ্চিমা দেশগুলোতে শীতকালে চাহিদা বৃদ্ধি পেলে সাধারণত এলপি গ্যাসের দাম বাড়ে। তবে আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দর কয়েক মাস ধরে কম থাকার কারণে বাংলাদেশেও দাম হ্রাস পেয়েছে।

১৯ এপ্রিল ২০২১ থেকে আমদানি নির্ভর এলপি গ্যাসের জন্য প্রতি মাসে নির্ধারিত দাম ঘোষণা করছে বিইআরসি। তবে বাজারে অভিযোগ আছে, কখনো কখনো বিইআরসি নির্ধারিত দরে সরবরাহ ঠিকমতো পাওয়া যায় না

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য