সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশভারত থেকে ভেসে আসছে কাটা গাছ

ভারত থেকে ভেসে আসছে কাটা গাছ

কুড়িগ্রাম প্রতিনিধি. উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের নদনদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। পাশাপাশি ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদীর স্রোতে হাজার হাজার গাছের গুঁড়ি ভেসে আসছে। ধারণা করা হচ্ছে, ভারী বর্ষণের ফলে ভারতের বনাঞ্চল থেকে এসব গাছ নদীতে ভেসে এসেছে। কিছু গাছ কাটা অবস্থায়, আবার কিছু শেকড়সহ উপড়ে ভেসে আসছে।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে নদী তীরবর্তী মানুষজন নানা পদ্ধতিতে এসব ভেসে আসা গাছ নদী থেকে সংগ্রহ করতে শুরু করেছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় কালজানি নদীর পাড় থেকে এই গাছগুলো তোলা হচ্ছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ভেসে আসা গাছের বেশির ভাগ কেটে রাখা, কিন্তু কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে, যা মূলত বনের স্রোতের প্রভাবে ভেসে এসেছে।

খোঁজে জানা গেছে, এসব কাঠ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা এবং ভুটানের হাসিমারা ফরেস্ট থেকে আসতে পারে। ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মতে, কালজানির উজানে ভারী বৃষ্টির কারণে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে, যার ফলে পাশ্ববর্তী বনাঞ্চল থেকে গাছ নদীতে ভেসে এসেছে। ভুটান ও পশ্চিমবঙ্গের বনাঞ্চল পার হয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করেছে।

স্থানীয়রা বিষয়টি চমকজনক মনে করছেন। মনিরুজ্জামান বলেন, “পানির ওপর শুধু গাছের ভেসে চলা, মাঝেমধ্যে মরা গরুও দেখা যায়, যেন কোনো অলৌকিক দৃশ্য।”
ঘাটিয়াল আবু সাইদ বলেন, “বিকেল ৩টার দিকে গাছগুলো আসতে শুরু করেছে। যেভাবে পারে, তোলার চেষ্টা করেছে স্থানীয়রা। নদীর পানি অতিরিক্ত বেড়েছে না, তাই বন্যার সম্ভাবনা নেই।”

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী জানান, “নৌকা ব্যবহার করে মানুষ গাছ সংগ্রহ করছে। এত বিশাল পরিমাণ গাছ কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, তবে নিশ্চিতভাবে বলা যায় এগুলো ভারতের দিকে থেকে এসেছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য