সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়বিমানবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের বিমানবাহিনীর প্রতিনিধির সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের বিমানবাহিনীর প্রতিনিধির সাক্ষাৎ

আর নিউজ:বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে তুরস্কের বিমানবাহিনীর প্রতিনিধি মেজর জেনারেল কেডিরক্যান কোট্টাসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিমানবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিমানবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সর্ম্পক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশে তুরস্ক প্রজাতন্ত্রের দূতাবাসের সামরিক অ্যাটাশে কর্নেল হিলমি বারিস ইলডিজ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য