অনলাইন ডেস্ক : দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৪৫টি প্রবাসী বাংলাদেশি সংগঠন। এক যৌথ বিবৃতিতে তারা এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।
মূল খবর:
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছিলেন, “দুর্গাপূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না।” প্রবাসী সংগঠনগুলো বলছে, এই বক্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসবকে অপমানিত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে হুমকির মুখে ফেলেছে।
বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে এমন উসকানিমূলক মন্তব্য উগ্র গোষ্ঠীগুলোর হাতে বিপজ্জনক অজুহাত তুলে দিতে পারে। বিশেষত দুর্গাপূজার শোভাযাত্রা ও বিসর্জন অনুষ্ঠানে অযাচিত বিধিনিষেধ আরোপের সুযোগ তৈরি হতে পারে।
সংগঠনগুলো চার দফা দাবি উত্থাপন করেছে—
১. অবিলম্বে ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহার
২. ক্ষমা না চাইলে পদত্যাগ
৩. দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ
৪. ভবিষ্যতে কোনো ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠানে অবমাননাকর মন্তব্য না করা
একই সঙ্গে প্রবাসী সংগঠনগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে, বাংলাদেশ যেন আন্তর্জাতিক আইন মেনে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়।
