সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeশিক্ষাক্যাম্পাসঅধীর অপেক্ষা জাকসুর ফলাফলের জন্য

অধীর অপেক্ষা জাকসুর ফলাফলের জন্য

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হলেও এর প্রায় ২৪ ঘণ্টা পরও ফলাফল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেক শিক্ষার্থী ও প্রার্থীদের ফলাফলের জন্য সারা দিন নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। এদিকে গতকাল বিকেল ৫টার দিকে হল সংসদের ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের ভোট সন্ধ্যা ৭টার পর হতে গণনা শুরু হয়। রাতের মধ্যে পূর্ণাঙ্গ ফল প্রকাশের বিষয়ে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম।

এর আগে মেশিন পদ্ধতিতে ভোট গণনা হওয়ার কথা থাকলেও ভোটের দিন ছাত্রদলসহ কয়েকটি বামপন্থী সংগঠনের দাবির কারণে নির্বাচন কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেন। ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে গণনা শুরু হয়ে দীর্ঘ ২০ ঘণ্টা ধরে চললেও ফলাফল প্রস্তুত হয়নি। জানা গেছে, নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা এবং ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগণনা করতে অস্বীকৃতি জানান। তিনি ওএমআর মেশিন পদ্ধতিতে ভোটগণনার দাবি জানান। পরবর্তীতে জাকসুর সভাপতি নির্বাচন কমিশনের সদস্যদের সাথে দেড়ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনার ঘোষণা দেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য