শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeজাতীয়মুসলিম দেশগুলোর ঐক্য চায় বাংলাদেশ

মুসলিম দেশগুলোর ঐক্য চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক: মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্ম বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি জানান, ওআইসি সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা কোনোভাবেই আপসযোগ্য নয়।

সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়ে তিনি এ ধরনের অবৈধ উদ্যোগ প্রত্যাখ্যানের আহ্বান জানান এবং সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য