শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeপ্রযুক্তিমোবাইল ফোন কেনার আগে মানতে হবে যে সব নিয়ম

মোবাইল ফোন কেনার আগে মানতে হবে যে সব নিয়ম

অনলাইন ডেস্ক. দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে চালু করা হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে কেবল নিবন্ধিত ও বৈধ হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকছে।

এনইআইআর চালুর ফলে নিবন্ধিত কোনো মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করতে চাইলে আগে সেটি ‘ডি-রেজিস্ট্রেশন’ করা বাধ্যতামূলক। ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গ্রাহককে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সিম ব্যবহার করতে হবে।

একই সঙ্গে এনআইডির শেষ চার ডিজিট দিতে হবে। নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এখন থেকে এই নিয়ম অনুসরণ করতে হবে।

যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন-
১. সিটিজেন পোর্টালের মাধ্যমে
এনইআইআর সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd) এ লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে তালিকা থেকে সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
২. ইউএসএসডি চ্যানেলের মাধ্যমে

মোবাইলের কল অপশনে গিয়ে *১৬১৬১# ডায়াল করতে হবে। এরপর ডি-রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া শেষ করতে হবে।

ডি-রেজিস্ট্রেশনের সময় যে সিমটি ব্যবহার করা হবে, সেটি অবশ্যই গ্রাহকের নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।

এ ছাড়া ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য