সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

অনলাইন ডেস্ক. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজউদ্দিন আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম জানান, আদালত বলেন দেশ এখন নির্বাচনমুখী, এই সময়ে রিটটি উপযোগী নয়। তাই তিনি নিজেই রিটটি ‘নট প্রেসড’ হিসেবে তুলে নেন।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম ৩ ডিসেম্বর রিটটি করেন। রিটে বলা হয়েছিল, জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনওকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া সংবিধানের পরিপন্থী,কারণ নির্বাচন কমিশনের নিজস্ব জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তা থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীলতা বাড়ছে। এতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হয়।

রিটে নির্বাচন কমিশনের জন্য বিচার বিভাগের মতো আলাদা ‘ইলেকটোরাল সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানানো হয়েছিল। পাশাপাশি ডিসি-ইউএনওর বদলে নির্বাচন কর্মকর্তা নিয়োগে নির্দেশনা চাওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য