সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিএনসিপিসহ জোট হচ্ছে ৩ দল, বিকেলে ঘোষণা

এনসিপিসহ জোট হচ্ছে ৩ দল, বিকেলে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। জোটের অন্য দুটি দল হলো রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণার তথ্য জানানো হয়েছে।

দলটির যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক, মিডিয়া সেল মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, আপাতত তিনটা দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী জোট হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য