সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজধানীশিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ইউসুফ আলী. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশকে উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থার জন্য হুমকি উল্লেখ করে পাঁচ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শেষে একত্র হয়ে শাহবাগে সড়ক বন্ধ করে অবস্থান নেন। তাদের অভিযোগ স্কুলিং মডেল চালু হলে এসব কলেজে উচ্চমাধ্যমিক বিভাগ কার্যত বিলুপ্ত হবে, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, বহুবার আপত্তি জানানো হলেও এখনও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আলাদা কর্মসূচি ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম ঝুলে থাকা এবং খসড়া প্রকাশের পরও অগ্রগতি না থাকায় তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীদের অভিযোগ প্রায় দেড় লাখ শিক্ষার্থী পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হলেও চূড়ান্ত পদক্ষেপ না আসায় শিক্ষার্থীদের হতাশা আরও বেড়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য