অনলাইন ডেক্স. পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি বহন করছেন দেশের নারীসমাজ।
লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট, ভূমি ক্ষয় ও খাদ্য অনিরাপত্তা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। তবে নারীরাই দ্রুত অভিযোজনমূলক উদ্যোগ নিচ্ছেন,যেমন লবণাক্ততা পরিমাপ, লবণসহিষ্ণু খাদ্য সংরক্ষণ, পরিবেশবান্ধব উপকরণ তৈরি ও বিকল্প আয় সৃষ্টি। তিনি বলেন, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক রূপান্তর ও কর্মসংস্থানের বড় শক্তি।
সামাজিক বাধা সত্ত্বেও তারা উৎপাদন, বাজারজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছেন। তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, প্রযুক্তি, আর্থিক সহায়তা ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিতের তাগিদ দেন তিনি।
স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য ব্র্যান্ডিংয়ে নারী নেতৃত্ব বড় ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
