সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়প্রবাসী ভোটারদের নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার

প্রবাসী ভোটারদের নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার

অনলাইন ডেক্স. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থা ঘিরে প্রবাসীদের আগ্রহ বিপুল-শনিবার সকাল পৌনে ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ জন প্রবাসী। ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কাতার, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিরা নিবন্ধন করছেন।

গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোট দেওয়ার পর তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা এ সুবিধা পাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। সংস্থাটি এবার ৫০ লাখ প্রবাসী ভোটার যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য