অনলাইন ডেক্স. জার্মান পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগ ১৮ বছর বয়সীদের জন্য ঐচ্ছিক সামরিক সেবা চালুর পক্ষে ভোট দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের পর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নেওয়া এই উদ্যোগ ৩২৩-২৭২ ভোটে পাস হয়। ফ্রান্সে যেখানে তরুণদের জন্য ১০ মাসের সামরিক প্রশিক্ষণে ৮০০ ইউরো দেওয়া হয়, সেখানে জার্মানি স্বেচ্ছাসেবীদের মাসে প্রায় ২,৬০০ ইউরো বেতন দেবে।
২০২৭ সালের জুলাই থেকে ১৮ বছর বয়সী সব পুরুষকে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে তরুণদের কাছে আগ্রহ যাচাইয়ে প্রশ্নপত্রও পাঠানো হবে-পুরুষদের জন্য বাধ্যতামূলক, নারীদের জন্য ঐচ্ছিক।
তরুণদের একটি বড় অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে ‘স্কুল স্ট্রাইক অ্যাগেইনস্ট মিলিটারি সার্ভিস’ ব্যানারে ৯০টির বেশি শহরে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, ছয় মাস সামরিক প্রশিক্ষণে জীবন নষ্ট হবে এবং যুদ্ধ ভবিষ্যতের জন্য হুমকি।
বর্তমানে জার্মান সেনাবাহিনীতে ১.৮২ লাখ সদস্য আছে, যা বাড়িয়ে ২০৩০-এর দশকে ২.৬ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের চাপ ও রাশিয়ার হুমকি-উভয় কারণে জার্মানি বাধ্যতামূলক সেবার পথ পুনর্বিবেচনা করছে।
