রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Homeবিনোদনঅভিনয়কে বিদায় জানালেন চিত্রনায়িকা মৌ খান

অভিনয়কে বিদায় জানালেন চিত্রনায়িকা মৌ খান

বিনোদন ডেক্স. হঠাৎ করে সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌ খান। দ্বিনের আলোয় বাকি জীবন কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রতিশোধের আগুন, বান্ধব, অমানুষ হলো মানুষ ছবির এই নায়িকা।

মৌ লেখেন,আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না।

শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তার একান্তই নিজের উল্লেখ করে তিনি লেখেন, এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত।

জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বিনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।

এই মুহূর্তে অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে বলেও জানান মৌ। সেই অসমাপ্ত কাজগুলো প্রসঙ্গে এই নায়িকা বলেন, যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন।

আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।

এরপর সবশেষে সবার উদ্দেশে দোয়া চেয়েছেন মৌ খান।তার ভাষ্যে,আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য