সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা

অনলাইন ডেক্স.মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরদিন আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় অবস্থান করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দেখা যায়, হাইকোর্টের প্রধান ফটকের পাশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন। এর একটু সামনেই সাঁজোয়া যান নিয়ে অবস্থান করতে দেখা যায় সেনা সদস্যদের। এ ছাড়া ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল-১। একই অপরাধের দায়ে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য