গাজীপুর প্রতিনিধি. গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর গলা কাটা মরদেহ। নিহত রহিমা খাতুনের বয়স ৩৫। একই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তার স্বামী ইমরান হোসেনকে হাসপাতাল নেওয়া হয়। শনিবার (১৫ নভেম্বর) সকালে নওয়াব আলী মার্কেট সংলগ্ন ‘একতা ভিলা’র পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইমরান ও রহিমা দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। সাড়ে ১৬ বছরের এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন তারা। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকেই ঘটনার কেন্দ্রবিন্দু মনে করছে পুলিশ। তবে নিহতের গলা কাটা অবস্থায় স্বামীর কাছেই অচেতন পড়ে থাকা বিষয়টি রহস্যকে আরও ঘনীভূত করেছে।
কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান এবং আহত ইমরানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ইমরানের জ্ঞান ফিরলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।
