সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজধানীআন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ শুরু হয়েছে

আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক. ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান আজ ভোর থেকেই সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনকে কেন্দ্র করে। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই বৃহৎ ধর্মীয় সমাবেশ, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। দেশ-বিদেশের নামী আলেমদের উপস্থিতিতে সম্মেলন এলাকা ধীরে ধীরে রূপ নেয় লাখো মানুষের মিলনমেলায়।

সকালে দেশের নানা প্রান্ত থেকে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে সম্মেলনস্থলে। মাইকে চলতে থাকে তিলাওয়াত, নাত ও ইসলাহি বয়ান একটি শান্ত-গম্ভীর পরিবেশ সৃষ্টি হয় পুরো উদ্যানে।

সম্মেলনে যোগ দিয়েছেন পাঁচ দেশের শীর্ষস্থানীয় ইসলামি চিন্তাবিদ ও আলেমরা। তাদের মধ্যে রয়েছেন,পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান,

খ্যাতিমান চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান,বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি,ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি,জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী,সৌদি আরবের ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি,

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

দেশের শীর্ষ আলেমদের উপস্থিতি
বাংলাদেশ থেকেও অংশ নিয়েছেন দেশের প্রভাবশালী ওলামায়ে কেরাম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক,
দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকসহ অনেকেই।

সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

এই আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশের মুসলমানদের মাঝে উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে আলোচনায় উঠে আসছে ঈমান, আকিদা ও মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য