সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিরাজধানীতে কঠোর নিরাপত্তায় ১৭ হাজার পুলিশ মোতায়েন

রাজধানীতে কঠোর নিরাপত্তায় ১৭ হাজার পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক. রাজধানীজুড়ে এখন টানটান নিরাপত্তা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান, সরকারি স্থাপনা ও প্রবেশপথে সেনাবাহিনী, বিজিবি, ডিএমপি ও এপিবিএন সদস্যদের যৌথ টহল চলছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, যেকোনো নাশকতা বা সহিংসতা ঠেকাতে ১৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহবাগ, ফার্মগেট, বাংলামোটর, মহাখালীসহ গুরুত্বপূর্ণ মোড়ে সাঁজোয়া যান ও চেকপোস্ট বসানো হয়েছে। রাত থেকেই রাজধানীর প্রবেশপথে কড়া তল্লাশি চলছে; সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও হোটেল–গেস্টহাউসে অভিযান অব্যাহত রয়েছে।

সকালে যান চলাচল কিছুটা কম হলেও কর্মস্থলগামী মানুষের উপস্থিতি ছিল। হাইকোর্ট, বিমানবন্দর ও প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে সায়েদাবাদ ও গাবতলীতে দূরপাল্লার বাস চলাচল সীমিত থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান জানান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য