অনলাইন ডেক্স. নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৪টা ১৫ মিনিটে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরাগামী সড়কের বড় দিঘীরপাড় এলাকার বিশ্বনবী একাডেমি কেজি স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসা. বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০) ও সালমান (১৯)।
পুলিশ জানায়, বীনা আক্তারের নেতৃত্বে ওই দলটি ১৩ নভেম্বরের তথাকথিত ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছিল।
তারা পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ আরও জানায়, আটক বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে। তা ছাড়া বাকি আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল। আমাদের তৎপরতায় বড় ধরনের নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে।
