সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeমতামতপর্যালোচনালাল-সবুজ আলোয় রঙিন

লাল-সবুজ আলোয় রঙিন

অনলাইন ডেক্স. গতকাল রাতে দক্ষিণাঞ্চলেও বিরল প্রাকৃতিক দৃশ্য নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস দেখা গেছে। সাধারণত উঁচু উত্তর অঞ্চলে সীমাবদ্ধ এই আলো এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস, আলাবামা, জর্জিয়া এবং এমনকি উত্তর ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের শক্তিশালী বিকিরণ বা করোনাল মাস ইজেকশন পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আঘাত হেনেছে। এই শক্তিশালী সৌরঝড়ের কারণে বায়ুমণ্ডলের উচ্চস্তরে বিদ্যুতায়িত কণার সঙ্গে সংঘর্ষ হয়ে সবুজ, লাল ও বেগুনি ঢেউয়ের মতো আলোর প্রদর্শনী ঘটেছে।

স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার এই ঝড়কে জি-৪ পর্যায়ের ‘গুরুতর ভূ-চৌম্বকীয় ঝড়’ হিসেবে ঘোষণা করেছে, যা পাঁচ ধাপের স্কেলে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রা। সাধারণত এমন ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থায় ভোল্টেজ নিয়ন্ত্রণে সমস্যা, জিপিএস ও স্যাটেলাইটে বিভ্রাট এবং রেডিও যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। তবে এইবারের ঝড় এখন পর্যন্ত কোনো বড় ক্ষতি করেছে বলে জানা যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যের সক্রিয় দাগের এক বড় গুচ্ছ থেকে আরও শক্তিশালী বিকিরণ বুধবার দুপুর নাগাদ পৃথিবীতে পৌঁছাতে পারে, ফলে আগামী দুই রাতেও দক্ষিণাঞ্চলে এই মনোমুগ্ধকর আলোর নাচ দেখা যেতে পারে। নর্দার্ন লাইট কেবল দৃষ্টিনন্দন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে, মানব সভ্যতা যত উন্নতই হোক, প্রকৃতি ও সূর্যের শক্তির বাইরে নয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য