মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবশেষে পুলিশের অভিনব কৌশলে ধরা পড়েছে দীর্ঘদিনের পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪)।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত স্বপন মিয়া পুলিশের উপস্থিতি টের পেলেই গা-ঢাকা দিতেন। ফলে একাধিকবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, তার এলাকায় বেশ কিছু সোর্স থাকায় আগাম খবর পেয়ে প্রতিবারই পালিয়ে যেতে সক্ষম হতেন তিনি।
অবশেষে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলামের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী ভিন্নধর্মী কৌশল অবলম্বন করেন।তিনি বোরকা পরে নারী সেজে এবং কনস্টেবল মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপনের বাড়িতে প্রবেশ করেন।
ঘরে ঢুকেই তারা দেখতে পান, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। বুঝে ওঠার আগেই পুলিশ তাকে আটক করে ফেলে।এএসআই শরাফত আলী জানান,স্বপন অত্যন্ত চতুর মাদক ব্যবসায়ী। তাকে ধরতে ছদ্মবেশী কৌশলই একমাত্র কার্যকর ছিল। অবশেষে সেই পদ্ধতিতেই সফল হয়েছি।”
শ্রীমঙ্গল থানার ওসি মো.আমিনুল ইসলাম বলেন,এই অভিযান পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও বুদ্ধিমত্তার উজ্জ্বল উদাহরণ। আইনশৃঙ্খলা রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কোনো অপরাধীই আইনের বাইরে নয়।গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে রবিবার (৯ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
