সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশঢাকাআড়াইহাজারে বিদেশি পিস্তলসহ গ্রেফতার

আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ গ্রেফতার

রনি মজুমদার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও লোডেড গুলিসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ফরহাদ আড়াইহাজার ডাক বাংলো এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে মেড ইন ইউএসএ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ও তার সহযোগীরা এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছিল।

ফরহাদ হোসেনের বিরুদ্ধে পূর্বে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা (নং–৩৮, ২১ মে ২০২৫) মুলতবি রয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য