সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়নেতাকর্মীদের অনৈতিক সুবিধা দিলে পুলিশকে দায়ী করা হবে

নেতাকর্মীদের অনৈতিক সুবিধা দিলে পুলিশকে দায়ী করা হবে

নিজস্ব প্রতিবেদক. নির্বাচনের সময় রাজনৈতিক দলের প্রতি কোনো অবৈধ সুবিধা প্রদান করলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির সভার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, নির্বাচনের সময় কোনো ধরনের নেগলিজেন্স থাকলে তা সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। এর আগে সাধারণত জিডি করা হতো, এবার তা সঙ্গে সঙ্গে করা হবে।

পুলিশের প্রতি তার নির্দেশনা সম্পর্কে তিনি বলেন, নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। যদি কোনো পুলিশ কর্মকর্তা এই নীতির সঙ্গে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে।

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে সেনাবাহিনীর এই পাওয়ার আছে এবং নির্বাচনের সময় তা প্রয়োগ হবে কিনা সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য