সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বমেক্সিকোতে আশ্রয় নেওয়ায় পেরু সম্পর্ক বিচ্ছিন্ন করল

মেক্সিকোতে আশ্রয় নেওয়ায় পেরু সম্পর্ক বিচ্ছিন্ন করল

আন্তর্জাতিক.পেরু সরকারের সিদ্ধান্ত ২০২২ সালের অভ্যুত্থান চেষ্টার পর থেকে দুই দেশের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাকে আরও গভীর করার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আল জাজিরা এই খবর জানিয়েছে।

সোমবার পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেল্লা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “আমরা বিস্ময় ও দুঃখের সঙ্গে জানলাম যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সঙ্গে যুক্ত বেটসি চাভেজকে লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ এবং মেক্সিকোর বর্তমান ও প্রাক্তন প্রেসিডেন্টদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপের কারণে, পেরু সরকার মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”

মেক্সিকো এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।চাভেজের আইনজীবী রাউল নোব্লেসিলা স্থানীয় রেডিও আরপিপিকে জানিয়েছেন, কয়েক দিন ধরে তিনি তার ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এবং নিশ্চিত নন যে চাভেজ আশ্রয় চাইছেন কি না।

চাভেজ ২০২২ সালের নভেম্বর মাসে সাবেক প্রেসিডেন্ট কাস্তিলোর সরকারের সংস্কৃতি মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদে উন্নীত হন। সেই সময় প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে গভীর সংঘাত চলছিল।

পেদ্রো কাস্তিলো, যিনি গ্রামীণ স্কুলশিক্ষক ও ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে পরিচিত এবং প্রায়ই “পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট” বলা হয়, পরবর্তী মাসে কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। এর ফলে তিনি অভিশংসিত হন।

এরপর থেকে লিমা ও মেক্সিকোর সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। অভিশংসনের পর কাস্তিলো মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিতে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পথে গ্রেপ্তার হন এবং বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পড়েন। চাভেজের বিরুদ্ধেও মামলা হয়।

এর আগেও, ২০২২ সালের ডিসেম্বরে মেক্সিকো কাস্তিলোর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দিলে পেরু মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য