সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

নিজস্ব প্রতিবেদক. নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও এখন থেকে প্রার্থীদের নিজেদের দলের প্রতীকে ভোট করতে হবে—এমন নির্দেশনাই বহাল রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

সোমবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রকাশ করে। এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করানোর বিধান নিয়ে বিএনপি আপত্তি জানালেও জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) এ ধারা বহাল রাখার দাবি জানায়।

রাজনৈতিক এই টানাপড়েনের মধ্যেই শেষ পর্যন্ত সরকার আগের প্রস্তাব অপরিবর্তিত রেখেই অধ্যাদেশ জারি করেছে।

ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি একাধিক নিবন্ধিত দল জোট গঠন করে, তাহলেও জোটের প্রার্থীরা বড় দলের প্রতীকে নয়, নিজেদের দলের প্রতীকে ভোটের লড়াইয়ে নামবেন।

নির্বাচনকে সামনে রেখে আরপিওতে আনা এসব পরিবর্তনের পর এখন নতুন সংশোধনের আলোকে দল ও প্রার্থীর আচরণবিধি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য