সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়বাতিল হলো প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষকের নিয়োগ

বাতিল হলো প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষকের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক. সমালোচনার মুখে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ পরিবর্তন আনা হয়েছে। ওই বিধিমালায় নতুন করে সৃষ্টি করা সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ দুটি বাতিল করা হলো।

আজ সোমবার (৩ নভেম্বর) এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, ‘যে দুটি বিষয় বিধিমালা থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো আর থাকবে না। যেহেতু সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়টি সংশোধিত বিধিমালায় নেই, তাই ধরে নিতে হবে সেগুলো বাতিল।’

নতুন প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৫৯(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শক্রমে এই সংশোধন আনা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য