রনি মজুমদার. জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান চেয়ে সরকার এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। আজ সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন আলোচনা হলেও কিছু বিষয়ে এখনো মতভেদ রয়েছে। তাই প্রধান উপদেষ্টা অনুরোধ করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাক।”
তিনি বলেন, “গণভোটের সময়, বিষয়বস্তু ও জুলাই সনদের ভিন্নমতগুলো নিয়ে রাজনৈতিক ঐকমত্য জরুরি। ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। তবে দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে দেরি করে, তাহলে সরকার নিজস্বভাবে পদক্ষেপ নেবে।”
আইন উপদেষ্টা জানান, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ভূমিকার প্রশংসা করা হয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
‘দলগুলোর মধ্যে আলোচনার আয়োজন সরকার করবে কি না’— জানতে চাইলে তিনি বলেন, “সরকার বহুবার এমন আয়োজন করেছে। এবার প্রত্যাশা করছি, রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগেই আলোচনায় বসবে। ইতোমধ্যে একটি দল এ বিষয়ে উদ্যোগ নিয়েছে, আমরা তা স্বাগত জানাই।”
দলগুলোর ভিন্নমতের বিষয়ে প্রশ্নে ড. আসিফ নজরুল বলেন, “এ নিয়ে এখন সরকারের কোনো মন্তব্য নেই। আমরা আশা করছি, তারা ঐকমত্যে পৌঁছাবে। তবে তা সম্ভব না হলে সরকার তার মতো করেই সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে সময় নষ্টের সুযোগ নেই। দলগুলো যদি দ্রুত ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেয়, তবে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।”
