সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবাণিজ্যএলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ সন্ধ্যা থেকে কার্যকর

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ সন্ধ্যা থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। নতুন এ দাম রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের লিটারপ্রতি দামও ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল, তখন দাম ছিল ১ হাজার ২৪১ টাকা। একই সময় অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমানো হয়।

২০২৪ সালে এ পর্যন্ত এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম চার দফায় কমানো হয়েছে এবং সাত দফায় বাড়ানো হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল; অপরদিকে এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমেছে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য