রনি মজুমদার. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে সংস্থাপন শাখা থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে এ সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়েছে।
ইসির সহকারী সচিব মো. মমতাজ আল শিবলী জানিয়েছেন, চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময় পর্যন্ত সব কর্মকর্তা একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ সফর এড়িয়ে চলবেন। এই নির্দেশনার আওতায় এনআইডি মহাপরিচালকসহ মাঠের সকল কর্মকর্তাকে সরকারি নীতি মেনে চলতে বলা হয়েছে।
কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী ভোটার কার্যক্রমের জন্য তাদের কিছু দেশে সফরের প্রয়োজন রয়েছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে লক্ষ্যেই ইসি সব প্রস্তুতি তদারকি করছে।
